নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক তোমাদের ভালোবাসায় জন্মেছি বলে, আজো আমি কথা বলতে শিখিনি, আমার রক্তে তোমরা হোলি খেলেছো, ব্যাথায় কুকড়ে গিয়েও কাঁদিনি। স্বৈরাচার দমনের নামে আমাকে বারবার, লাশের মিছিলে শামিল করেছ, বোমায়,-বুলেটে আমি টুকরো টুকরো হয়েছি, আর তোমরা মদের পেয়ালায় হেসেছো। তোমাদের পাপে ফুটপাতে জণ্মে, ফুটপাতেই বিক্রি হয়েছি শতবার, আমার শরীর ভাসিয়েছ নদীর স্রোতে, দিয়েছ সুযোগ, শেষ নিঃশ্বাস ফেলবার। একদিন আমিও, দেখে নেব, তোমাদের প্রতিটি রক্তকনায় মিশিয়ে দেব বিষাক্ত লালা, তারপর, আমি ফুটব ফুল হয়ে, যেমনটা স্বপ্ন দেখেছিলাম, মায়ের জঠরে শুয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।