আমাদের কথা খুঁজে নিন

   

দাসত্ব

ইন্দ্রিয়গুলো দিন দিন অবাধ্য হয়ে উঠছে , আমার ইচ্ছের দাস আজ গাংচিল হতে চায় । হাত , পা , চোখ , ঠোঁট আর আমার ইচ্ছেয় সায় দেয় না , যে যার মতো চলছে ; আর আমি , আটকে আছি ভাবনার চোরাবালিতে । আমার কাছ থেকে আমায় একটু একটু করে কখন টেনে নিলে - কখন আমার সবটুকু তোমার কাছে আত্মসমর্পণ করেছে , টের পাইনি , শুধু অসহায় চেয়ে নিজেকে নিঃশেষ হতে দেখা ! চোখে তখন অন্য চোখের ছায়া ; প্রজাপতির উড়ে চলা পথ একা হয়ে যায় , হাত খুঁজে ফেরে প্রিয় হাত , কেঁপে ওঠা আমি হাতড়ে বেড়াই তোমায় । এমন কি কথাগুলো আমায় সায় না দিয়ে , তোমার ভাষায় গুনগুন করে ওঠে , এভাবেই প্রতি মুহূর্তে নিঃস্ব হয়ে যাই আমি । আজ এই শূন্যতা বড় ভয় পাইয়ে দেয় , খুব একা একা লাগে ! ফিরে চাই পূর্ণতা , তোমার কাছে রয়ে যাওয়া আমার আমিকে ফিরিয়ে দাও , এসো ,এসো পূর্ণ করো আমায় । ১৩।১০।২০১১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.