বিশ্ব এস্তেমায় গেছিলাম। হঠাৎ কইরাই একজন পাকিস্তানির সাথে দেখা ।
আমার সফা-সুন্দর দাঁড়ি গোছা দেইকা ভ্দ্রলোক হাত বাড়িয়ে দিলেন।
আরে ইয়ার ..আপ হ্যায় কেয়সা ?
আমি উর্দু যে জানি না তা হয়।
কিন্তু বলি না।
তাই আমতা আমতা করতেই তিনি পলিটিক্যাল বাৎচিত জুড়ে দিলেন।
আরো বেশ কিছু শ্রোতা জুটে গেল আমাদের।
জানালেন, পাকিস্তান ইসলামি শাসনতন্ত্রের দিকেই এগুচ্ছে !
বললাম - কিভাবে জংগীদের উত্থানের মাধ্যমে ?
বললেন,- দ্বীন কে লিয়ে লহু তো জরুর দে'না পড়েগা !
আমি বললাম দ্বীন তো আপনারা ৭১ ও এই বাংলার মাটিতে
কায়েম করতে চেয়েছিলেন !
তিনি হেসে দিলেন।
বললেন, আপ কেয়া বাত কররাহে ইয়ার ...
বলেই তিনি শুরু করে দিলেন..
এটা আমাদের খারাপ ভাগ্য আমরা ( হাম ভি মুসলিম, তুম ভি মুসলিম )
পাকিস্তানি আর বাংগালী রা একই দেশে থাকতে পারিনি ! না হলে আজ
কত সুখেই না থাকতাম !
আমি বললাম, বাঙালিরা দাসত্ব চায় নি । তাই স্বাধীনতা চেয়েছিল।
তিনি বললেন , কেয়া বাত !
আওয়াম কি পয়লে ইসলাম জরুর থা !
আমি দেখলাম , তার জুব্বা থেকে সেই জংগীদের দুর্গন্ধই বের হচ্ছে।
যারা কোনো যুক্তি মানে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।