আমাদের কথা খুঁজে নিন

   

লাইফের লগফ্রেম!

------ গুড মর্নিং....আজকের দিনটা সবার ভালো কাটুক....একটু পরেই ঢুকে যাব সেমিনার রুমে...এখন চলছে Workshop on Logical Framework Approach (LFA) ....Project design আর program-র Log Frame নিয়েই আছি....নিজের লাইফের লগফ্রেমে এখনো indicator গুলো ভালো করে put করা হয়নি। তাই আপাতত প্রজেক্ট ডিজাইনের লগফ্রেমটাই ভালো করে করি। হরতালে অলস সময় কেটেছে বৃহস্পতিবার থেকে। ফেসবুকে কলিগ আর বন্ধুদের সময় দেয়া, সামহোয়ারইন ব্লগে মাতামাতি আর মুভি দেখা...সাথে স্বাদের ঘুমতো ছিলই। কোথায় যেন পড়েছিলাম...Life is a beautiful struggl.. গতকাল সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত কেটেছে এক হার্ডওয়্যার engineer-র সাথে। এতো কাজ করতে পারে মানুষ। যা রোবটকেও হার মানাবে। মনে মনে ভাবলাম জীবনের প্রতিটা সময় তারাই ইউটিলাইজ করেছে। লাইফের লগফ্রেমে তারাতো এগোবেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.