আমি ব্লগ লিখি মূলত - আমার স্মৃতি,আমার চিন্তা-ভাবনা এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য।
গতকাল রাতে শ্যামল ভাইয়ের (আমার খুব প্রিয় একজন মানুষ) সাথে চ্যাট করছিলাম। তো একপর্যায়ে শ্যামল ভাই বলল, লাইফটা অনেকটা প্রোগামিং সংকেতের মত। জ্ঞানী মানুষ জ্ঞানী কথা বলবে- স্বাভাবিক। আমার মত মাথা মোটাদের সব কথা বুঝতে হবে, এমন তো না।
কিন্তু কেন জানি, কথাটা খুব মনে ধরে গেল। এবং যেহেতু মাথা মোটা, তাই এটাকে নিয়ে একটু চিন্তা-ভাবনা শুরু করলাম। একটু পরে বুঝলাম, কথাটা খুব ই দামী এবং ১০০ ভাগ সত্য।
একেকটা মানুষের জন্য একেক্টা প্রোগামিং সংকেত ফিক্সড করা আছে। গড শুধু সেই প্রোগামিং সংকেত টা এক্সুকিউট করে আর আমরা শুধু সেই সংকেত এর রেজাল্টগুলো পাই।
একটা মানুষ যেভাবে ইনপুট দিবে, তার আউটপুট ও সেই ভাবে আসবে। অনেক টা if, else if, else এর মত। হয়তো else এক্সুকিউট হলে মনটা খারাপ হবে, কিন্তু আউটপুট আসবেই। কিছু ই করার নাই।
if, else if, else এইগুলো হলো প্রোগামিং সংকেত এর কিছু শব্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।