আমাদের কথা খুঁজে নিন

   

জ্বলছে সিগার , সব রাজাকার !

মুন রিভার ... দেই পুড়িয়ে ইচ্ছেমতো জ্বলছে জ্বলুক বুকের ক্ষত জ্বলছে সিগার হচ্ছি খুশী পুড়ছে বাতাস মুনি ঋষি হচ্ছে পগার পার সব রাজাকার, সব রাজাকার ... অক্ষমতার চিটচিটে ঘা বুদ্ধি বিকোয় বুদ্ধি কাগা বীর বাঙ্গালী ভ্রষ্ট স্মৃতি ৭ আর ১ এর ভুল জ্যামিতি হচ্ছে পগার পার সব রাজাকার, সব রাজাকার ... তুই রাজাকার বলছে পাখি আমরা মানুষ উদাস থাকি আকাশ পানে বাজাই বগল ইতিহাসের মিথ্যে ভুগোল ভুগোল পড়ে ক্লান্ত হলে গা এলিয়ে হেলে দুলে জ্বালছি সিগার হচ্ছি খুশী পুড়ছে বাতাস মুনি ঋষি হচ্ছে পগার পার সব রাজাকার, সব রাজাকার .. পুনশ্চ : দেশে ফিরে পার্থ'দার সাথে দারুন কিছু গান বানালাম। আমার লিরিক , পার্থ'দার টিউন ও কম্পোজিশন। তার ভিতর এই লিরিকটা সুর পেয়ে যেনো আগুন হয়ে গেলো। প্রায় ৭ টা গানের মত হয়ে আছে। আশা করছি গানগুলো আলোর মুখ দেখবে সামনের বছর। আর মনে প্রানে চাই রাজাকারদের বিচার হবে, বিচার হবে , বিচার হবে ...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।