আমাদের কথা খুঁজে নিন

   

জ্বলছে স্বদেশ-০৩

বাংলা আমার...................



জ্বলছে কেনো সোনার বাংলা
পুড়ছে কেনো মানুষ
কিসের নেশায় ছুটছে দু’দল
কোন সে রঙীন ফানুস?

এদল বলে ছাড়বোনা আর-
ওদল বলে ছাড়ো
দু’দল মিলে আম-জনতা
আগুন দিয়ে মারো।

জ্বালাও পোড়াও ভাঙো গাড়ী
দিচ্ছো আগুন ঘরে
তোদের তো কেউ যায়না মারা
মরছে কেবল পরে।

ভন্ডামী আর মিথ্যে কথায়
মুখে ফোঁটে খই
দেশের গদী পাইতে ভাবিষ
আম-জনতা মই!

তোদের পাপে বাংলা মায়ের
দুঃখের নাইযে শেষ
৪২ এ দেশ জননীর
মাথায় সাদা কেশ!

অভিনয়ে দারুন পটু
টিভি’র সামনে বসে
মানবতার গালে তোরা
থাপ্পর মারিস কষে।

আর কতোটা রক্ত খাবি
পিচাশীনির দল
দেশ-জনতার মায়াকান্না
শুধুই তোদের ছল।

তোদের জেদে পুড়ছে সবই
জ্বলছে সোনার দেশ
দোহাই এবার দু’দল মিলে
এই খেলা কর শেষ।

……………………………………………………….
স্বপ্নবাজ
০৮’জানুয়ারী-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।