ম্যাআও ২০১৩, বাংলাদেশের জন্য নিয়ে এসেছে অনেক গুলো ইস্যু। বিশেষ করে, বহুবছর ধরে চলে আশা মানুষের মনের লুপ্ত তৃষ্ণারই প্রতিফলন ঘটেছে। প্রথমে আসল, শাহবাগ যারা রাজাকার মুক্ত দেশ গড়বার নামে আন্দোলন করল। যোগ দিল হাজারো মানুষ। ছিল তীব্র ইচ্ছা, আবেগ আর ভালবাসা।
সময় গেল যুক্ত হল রাজনৈতিক সম্পৃক্ততা। আবেগ নিয়ে খেলা। নানা ব্লগারদের নিয়ে চলল সমালোচনা। পরিস্কার পানি আস্তে আস্তে ঘোলাটে হতে লাগলো। শুরু হল জামাত-শিবিরের সক্রিয়তা ।
পুড়ল পতাকা, ভাঙল মঞ্চ। কোথাও কোথাও চলল রিসার্ভ গেম ( প্রতিপক্ষকে খারাপ ভাবে প্রকাশের জন্য নিজে কিছু করে রটনা করা )।
এরপর এলো হেফাজতে ইসলাম, ধর্মীয় দাবি নিয়ে ( সকলের জানা কোন দলের পৃষ্ঠপোষকতায়) এলো শাপলা চত্বরে, লাখো মানুষসহ নিয়ে এলো ১০-১১ বছরের অনেক নিরীহ অবুঝ শিশুদেরও। রক্তাক্ত হল মতিঝিল, পুড়ল পবিত্র গ্রন্থও। কে পুড়ালো? আমি জানি না।
Fire-service এর গাড়ি কে পুড়ালো? (আমরা সবাই জানি ) ।
এখনও জ্বলছে আগুন, এখনও হিংসার রক্তে লাল হচ্ছে মাটি। কেউ চায় গদিতে বহাল থাকতে, কেউ চায় গদিতে বসতে। কিন্তু কার কি ? হিংসা- প্রতিহিংসার দাবানলে জনগণই ছাই হচ্ছে। অর্থনীতিই পঙ্গু হচ্ছে, পদ্মার ওপারের কোন কৃষক দুরাশার রাত্রিযাপন করছে।
তবু জ্বলছে আগুন আরও বেশি, আরও অনেক বেশি। পুড়ে ছাই করে দিচ্ছে বাংলাদেশ। শুধুই একটাই কারন, দেড় লক্ষ কিলোমিটারের রাজমুকুট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।