আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ম্বনা রে ভাই বিড়ম্বনা।প্রেম এর বিড়ম্বনা!!

দেশের স্বার্থই আমার স্বার্থ। GF অথবা BF শব্দ 2টার সাথে ভালোবাসার চেয়ে বেশী প্যারা যুক্ত। relation এর প্রথম কত মধুর কথাই না তারা বলে।ও আমার জানপাখি তোমারে ছাড়া আমার হেন হবে তেন হবে,কচু হবে।সম্পর্ক একটু গভীর হলেই শুরু হয় অত্যাচার।"তোমার ফোন কার সাথে waiting এ ছিল,তুমি ঐ ছেলে/মেয়েটার Friend request কেন accept করছো?sms দিতে এতো late কেন?এখন আর তুমি আমাকে আগের মত miss করো না.etc etc.." মূলত এই সব সমস্যার main কারণ আমাদের পরিবেশ।ছোটবেলা থেকে আমরা বড় হই বাবা মার সম্পর্ক দেখে।তাই আমরা চাই আমাদের relation গুলো যেন তেমন ই হয়।কিন্তু আমরা ভুলে যাই সব কিছুরই একটা সময় থাকে,যেটা বাবা মা রা বিয়ের পরে পেয়েছেন,যেই right তারা বিয়ের পরে খাটাচ্ছে সেটা আমরা এখনই খাটাচ্ছি।আমাদের তো এটা বুঝতে হবে যে,একটা মেয়ে or ছেলে family তে থাকা অবস্থায় এমন অনেক কিছু এ করতে পারে না যা married রা পারেন. মা বাবার মত আমরা right খাটাতে পারব না.আর gf or bf হয়ত তা মানতেও পারবে না.তাদর সমস্যা না বুঝে নিজের মনের শান্তির জন্য যদি আমরা জোর খাটাতে থাকি,তবে কি সেটা ভালবাসা??i don't think so.relation এমন একটা মধুর অনুভুতি যেটা right না খাটালেও চলবে.মনের জোরে চলবে.relation মানে শুধু ভালবাসি বলা না.relation মানে এক জন এর দুখ আরেকজনকে বলার আগে বুঝে যাব,চাওয়া পাওয়া বুঝে যাওয়া,বুঝে যাওয়া না বলা মনের কথা.নিজের গায়ের জোর না খাটিয়ে,মনের support দিয়েই পারা যায় অন্য ক নিজের করে নেওয়া.তার জন্য কোনো আধ্যাতিক শক্তি বা জাদু টোনার প্রয়োজন হয় না.একটু ভালবাসা,একটু care,একটু সহনশীলতা,অন্যের পরিবারের প্রতি শ্রদ্ধা,পরস্পরের প্রর্তি বিস্সস্ততা,respect এ পারে একটা সুন্দর সম্পর্ক তৈরী করতে. কারণ,মানুষ ভালবাসার কাঙ্গাল.সত্যি ভালবাসার টান মানুষ ক কাছে আনবেই.সময় দিলেই তা ঠিক হয়ে যাবে.কিন্তু আজ কাল তো আমাদের হাত এ সময় এ নেই.আমাদের যে বড্ড তাড়া রে ভাই.বড্ড তাড়া...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।