ঈদের সারাটা দিন বাসায় ছিলাম। সন্ধ্যায় বউ আর মেয়েরে নিয়া শ্বশুর বাড়ি গেলাম দেখা করতে। ঘন্টা খানেক ছিলাম। পরে মেয়েরে ওর নানীর কাছে রাইখা আমি আর বউ এই-দিক সেই দিক ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে এক বন্ধুরে ফোন দিলাম, পরে ওর বাড়ি যাইয়া রাতের খাবার গল্প গুজব চলল রাত পর্যন্ত।
ফেরার সময় মেয়েরে ওর নানী বাড়ি থেইকা তুইলা নিয়া বাড়ি ফিরলাম।
আইজকা আবার শ্বশুর বাড়ি দাওয়াত। বউরে কইছি আমার অফিস আছে । শ্বশুর বাড়ি এত যাতায়াত আমার স্বভাবের বাইরে। তাই সত্যি সত্যি অফিসে আইসা বইসা আছি।
দুপুরে কই খামু বুঝতাছিনা। আইজকা যে অফিস আমার ছুটি । কি মুসিবত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।