আমাদের কথা খুঁজে নিন

   

এ কি বিড়ম্বনা !!

ফেসবুক "ছেলিব্রেটি"দের আসল পরিচয় জানতে পারলাম। কথিত এক বড় ভাইকে এড পাঠিয়েছি কয়েকমাস আগে। তারপর একমাস তার ফলোয়ার লিস্টে বসে থাকলাম! নাহ একমাস তার স্ট্যাটাসে লাইক দিয়েও মন গলাতে পারলাম না। অবশেষে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দিলাম। কয়েকদিন পর গার্লফ্রেন্ডকে লিঙ্কটা দিয়ে বললাম এড করো ত এটাকে। সে এড পাঠালো। কয়েকঘন্টা পরেই গার্লফ্রেন্ড জানাল সেই ছেলিব্রেডী তার রিকোয়েস্ট এক্সেপ্ট করেছে! বিনোদিত হয়ে আমি কয়েকটা লাইনের জন্ম দিলাম, হে ফেচবুকীয় ললনা আর কত দেখাবে ছলনা? পোলা দেখলে মন গলেনা মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না! কেন এ বিড়ম্বনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।