আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ম্বনা!!!

দ্বন্দ্বময় বালুঘড়ি - প্রথম সকাল নাকি গোধুলি!!!

একটা প্রিয় কাজ করতে গিয়ে যদি একগাদা অপ্রিয় কাজ করতে হয়, তখন একসময় ঐ প্রিয় কাজটাই স্নায়ুর উপর ঊঠে আসে। আমারও হয়েছে অনেকটা তাই! যখনই সামওয়্যার ইনে কোন জটিল ব্লগ পড়ে কমেন্ট করব ভাবি তখনি আটকে যাই! কেননা এখানে আমার কোন একাউন্ট নেই! হতাশাব্যঞ্জক - তাই না? আর প্রতিবারই আলসেমি করে একাউন্টটা না খুলেই আমি উঠে পড়ি। কিন্তু আজকে আমার খুব কাছের এক বন্ধু যখন ঘাঁড় ধরে একাউন্টটা খুলেই দিল তখন মহাউৎসাহে কমেন্ট করতে ঝাঁপিয়ে পড়ব ভাবছি (ভাবখানা এমন যেন আজই একটা সেঞ্চুরি হাঁকাবো!!!) ঠিক তখনি দেখলাম শুধু একাউন্ট না তাতে কিছু আবজাবও লিখতে হবে। তা না হলে নাকি কমেন্ট করা যাবে না। আহারে ডিমোক্রেসির মোড়কে কি সুন্দর ডিপ্লোমেসি।

আমি আর লেখা!!! আহেম্মম্মম্ম! একেই বোধকরি বলে - ডোবার পুঁটির সমুদ্রে খাঁবি খাওয়া!!! কি আর করা। শেষমেষ তাই আমার মত ব-লেখককেও (ব-কবি হলে ব-লেখকও তো হওয়ার কথা। তাই না?) কি-বোর্ড নিয়ে বসতে হল। হায় রে কপাল! কলিকাল - ঘোর কলিকাল। শুরুতেই যদি এহেন বিড়ম্বনা তাহলে সামনে যে কি আছে তা ভেবেই হাত পা ঠাণ্ডা হয়ে আসছে!!! যাই হোক, শুভ কামনা রইল - উঁহু আপনাদের জন্য নয়।

শুধুই নিজের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।