মন ভাল নেই... জাতীয় দল, ‘এ’ দল আর একাডেমী দলের অংশগ্রহণে বিসিবি কাপ আজ থেকে মাঠে গড়াবে। একাডেমী দলের অধিনায়ক হিসেবে মাহমুদুল হাসান লিমন বহাল থাকলেও বাকি দু’দলের অধিনায়ক ঘোষণা ঝুলিয়ে রেখেছে বিসিবি । বিসিবি সূত্র থেকে জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম মনোনীত হয়ে আছেন। জিম্বাবুয়ে সফরে আশানুরূপ খেলতে না পারায় জাতীয় দল থেকে ‘এ’ দলে পাঠানো মাহমুদুল্লাহ রিয়াদকে দেয়া হবে নেতৃত্বের দায়িত্ব। আজ জাতীয় দল আর একাডেমী দলের উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় দলের অধিনায়ক ঘোষণা করা হবে।
তবে এই অধিনায়ক শুধুই বিসিবি কাপ পর্যন্তই দায়িত্ব পালন করবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে এ মাসের শেষ দিকে মূল অধিনায়ক ঘোষণা করবে বিসিবি। কর্তারা মূলত বিসিবি কাপের পারফরমেন্সের দিকেই থাকিয়ে আছেন। একটি সূত্র থেকে জানা গেছে, সন্ধ্যায় তিন অধিনায়ক ও টিম ম্যানেজারদের নিয়ে টুর্নামেন্ট কমিটি এক বিশেষ বৈঠকে বসে। এতেই স্পষ্টত জাতীয় দলের অধিনায়ক ঠিক করা হয়ে গেছে।
অনুসন্ধানে জানা গেছে, জাতীয় দলে মুশফিক আর ‘এ’ দলের অধিনায়ক হিসেবে রিয়াদ ওই সভায় যান। মিডিয়া কমিটি থেকে জানা গেছে, আজ থেকে মাঠে গড়ানো বিসিবি কাপে দর্শকদের জন্য কোন টিকিট রাখা হয়নি। কয়েকটি গেইট বিসিবি দর্শকদের জন্য খুলে দেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।