আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি একটি পরিবার হতে পারিনা??? ''সামহোয়ারের সব ব্লগারের কাছে আমার প্রশ্ন''

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই শুরু অবধি ঝগড়া, গালাগালি, কুরুচিপুর্ণ মন্তব্য এবং ব্যাক্তিআক্রমন মূলক পোষ্ট দেখতে দেখতে সব মিলিয়ে মনে হয় পালাই। কিন্তু আমি কেনো পালাব? একজনের দোষে অন্যএকজন কেনো শাস্তি পাবে? আমরা কি পারিনা নিজেদের কে এক পরিবারের সদস্য মনে করতে?উত্তর দিন! আপনি আপনার পরিবারের বয়জৈষ্ঠদের সাথে খারাপ ব্যবহার করেন? তাদের সম্পর্কে অহেতুক মন্তব্য করেন? আর আপনি কি আপনার পরিবারের ছোট সদস্যদের(সন্তান, ছোট ভাই/বোন) সাথে খারাপ ব্যবহার করেন? তাদের সামনে কি গালাগালি করেন? আপনার উত্তর যদি না হয় তাহলে ব্লগএ এসে এসব করছেন কেনো। আপনি আপনার লেখা/মন্তব্য দ্বারাই নিজেকে বিকারগ্রস্ত মানসিকতার অধিকারি/অধিকারিনী প্রতিপন্ন করছেন। সুতরাং নিজেকে বদলান, অন্যদেরকেও বদলানোর সুযোগ দিন। আমি বিশ্বাস করি কেউ একবার ভুল করলে তা শুধরাবার সুযোগ দেয়া উচিৎ। তাই আর নিজের সাথে সুযোগ পাইনি বলে প্রতারনা করার দিন শেষ। আপনি যদি ব্যাতিক্রমী হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারন নেই,কিন্তু ব্যতিক্রম শব্দটির অর্থ জানা কেউ হতে হবে আপনাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.