আমাদের কথা খুঁজে নিন

   

সীমাবদ্ধতা

কত নতুন রঙ দেখি না, শুনিনা সুরের কত হাজার ঝঙ্কার। চেতনা করে না কাজ কত-শত রাতে, বিধাতা দিয়েছে এত কম ওঙ্কার: তন্দ্রায় হারিয়েছি কত অজানা পয়ার। কত স্মৃতি ভ্রষ্ট হয়, কত অংক ভুলে যাই, মনে নাই কত নাম-ধাম-পথ। লক্ষ প্রতিজ্ঞা, ততোধিক ভালবাসা, মমতা নিযুত—সব কিছু মুছে যায়, ভুলে যাই ধেয়ে আসে মৃত্যুর রথ। জিউসের দেব-কৃপা, শান্ত প্রকৃতি, লক্ষ্য অভীষ্ট, বন্ধু অচেন, সব স্নেহ : হৃত হয়; সোহাগ উবে যায়, ভুলি : আঁধারে শান্তি শুধু বনলতা সেন। ০৮/০৯/২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।