আমাদের কথা খুঁজে নিন

   

সীমাবদ্ধতা....

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
নিজেকে আমি আজো বুঝতে পারিনি কেমন এক ধোঁয়াটে বেড়াজালে ঘেরা মন আমার অস্ফুট বাস্তব আর ভগ্ন স্বপ্নের দোলাচলে মত্ত ইচ্ছেপূরণের কোন স্থান নেই সেখানে আমার স্বপ্নগুলো কখনো আলো দেখেনি অতীতের দুঃস্মৃতি তাড়া করে ফেরে ওদের মন-কুঠুরীর অতল গহ্বরে ওদের বাস ভেঙে যাওয়ার ভয়ে ওরা আর আলোয় আসেনা ইচ্ছেগুলো বাঁধা সামর্থ্যের শৃঙ্খলে সীমাবদ্ধতার রাজ্যে ওরা দুর্ভিক্ষে মরে অন্তঃসারশূন্য....খুব নিঃসঙ্গ ওরা.... সম্ভাবনার অপেক্ষায় থাকে আশাগুলো পরাহত নিরবধি নিরাশার কাছে নির্মম বাস্তবতা চোখ রাঙায় ওদের দিকে প্রতীক্ষার রং দিয়ে সুযোগের জলছবি আঁকে দূরাশার চর জাগে জীবন নদীর মাঝে বাস্তবতার গ্রহণ লেগেছে এই মনে গ্রাস করেছে স্বপ্নগুলো একটি একটি করে কেড়ে নিয়েছে ছিলো যতো ইচ্ছে আর আশা তবু পারেনি কাড়তে.....তোমার জন্য আমার ভালোবাসা......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।