আমাদের কথা খুঁজে নিন

   

আমার সীমাবদ্ধতা কবে কাটবে

ক্লান্তি শেষে কবিতায় ফিরে যাই

ভালো লাগে না। কারোর বাড়িতে গিয়ে দুটি কথা বলতে পারি না। সারাক্ষণ নিজের চারপাশে ঘুরি। হয়ে গেছে তো বেশ কিছুদিন। নতুন নীতিমালার কঠোরতা আমাকে কস্ট দিচ্ছে।

আমি কী আমার চারদিক কেবল দেখে দেখেই সময় কাটাবো? কত পরিচিত মুখ দেখি, তাদের সাথে দু'একটা সুখে-দু:খে কথা কইতে পারি না। এ বড় যাতনার সময় পার করছি। ব্লগ খুলে তো দেখি বেশ ফাপড়ে পড়েছি। কর্তৃপক্ষ আর কতদিন আমাকে দেখে রাখবে। ব্লগে ঢুকে মনে হচ্ছে আমি কোনো অপরাধ করে ফেলেছি।

যারা ঘুরছেন স্বাধীনভাবে তাদের দেখে আমার বড় হিংসা হয়। কবি ফকির ইলিয়াসের কবিতা, প্রবন্ধ ও প্রাসঙ্গীক কত আলোচনা চোখের সামনে কেবল ভেসে যায় আর পড়ি, কিন্তু নিজের মতামত ব্যক্ত করতে না পারার বেদনা আমাকে কাহিল করে ফেলেছে। তবু সবাই ভালো থাকুন। মঙ্গলময় থাকুন। কাব্যময় থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।