শাফিক আফতাব------ জনশক্তি শিক্ষিত হচ্ছে ঠিকই, হচ্ছেনা জনসম্পদ, জনঝামেলা, জনদুর্ভোগে পতিত যেন সিংহভাগ অংশ ; অনেকেরই প্রিয় অবৈধ অর্জন, মাংনা, মাগি আর মদ। ভিলেনকৌশলে মনে করবেন, এ কোন ইতরের বংশ। সৎচিন্তা, সৎউপার্জন, ধার্মিক মানবতাবাদী আর ক’জন দেখবেন, কথাকাজে মিল নেই সর্বত্রই শুধু গোঁজামিল, রাত দুপুরেই জবর দখল, লুণ্ঠন আর পরকীয়া ভূমিকর্ষণ ; প্রতিবাদ করলেই আপনার টিনের চালে পড়বে ঢিল। পরিবারেও সুখ নেই ক্রমশ বাড়ছে দাম্পত্য সংকট, বেশ্যার বাণিজ্যিক সঙ্গমের মতোন অনান্তরিক সহবাস ; যে যার মতো চলছে,মুখে যা ইচ্ছে বলছে দুর্বিষহ জীবনজট, তারপর দেখুন ঘুষ, দস্যুতা রঙিন মদ আর তাস। এভাবেই চলছে সমাজ, দেশ ; অথচ উন্নয়ণে হর্ষগতি আবার, আমরা কিন্তু সবাই আজ সতী স্ত্রীর পতি। ২০.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।