স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই... জামালপুর রেল স্টেশন হয়ে চলাচলকারী আন্ত:নগর ৪টি ট্রেনের টিকিট মোবাইল ফোনের মাধ্যমে বিক্রির দাবি জানিয়েছে ‘আমরা জামালপুরবাসী’ নামের একটি সংগঠন। শনিবার সকালে শহরের পৌর সুপার মার্কেটে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে তারা এ দাবি জানায়। বক্তারা বলেন, অনেক চেষ্টা করেও প্রশাসন জামালপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারী বন্ধ করতে পারেনি। জিআরপি প...ুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ব্যার্থ হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রয় পদ্ধতি চালুর মাধ্যমে এই কালোবাজারী বন্ধ করা সম্ভব। সংগঠনের সভাপতি শফিক জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামসুজ্জোহা লকেট, শোয়েব হোসেন, আরিফুল ইসলাম আরমান, ইয়াসির আরাফাত বাঁধন প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।