রোববার রাতে নিহত সুজন খাঁ (৩০) উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। তার বাড়ি ভাটারার খানবাড়ি এলাকায়।
সুজন খাঁ যুবদলকর্মী বলে নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম।
সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান জানান, রোববার বিকালে উপজেলা যুবদলের কর্মী সমাবেশ থেকে বাড়ি ফেরার সময় বাউসি মোড়ে সুজনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা আছে বলে জানান কামরুল।
নিহতের চাচাত ভাই হুমায়ুন কবীর খাঁর অভিযোগ সরকারদলীয় কর্মীরা সুজনের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তবে, এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়োর হোসেন বাদশা বলেন, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।
এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।