জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ কনস্টেবলসহ ৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জমিসংক্রান্ত একটি মামলা নিয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের অপসারণ দাবিতে গতকাল বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহেনশাহর সমর্থকরা বেলতলী বাজারে বিক্ষোভ মিছিল, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও দোকানপাট বন্ধ করে দেয়। এ সময় পুলিশ বাধা দিলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশকয়েক রাউন্ড টিয়ার শেল ও শর্টগানের গুলিবর্ষণ করে। সংঘর্ষে ইটের আঘাতে ৩ পুলিশ কনস্টেবল ও ২ ছাত্রলীগ কর্মী আহত হয়। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।