ব্যাটারিচালিত অটোরিকশা চালক মনোয়ার হোসেন মনু'র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্থানীয় অটোরিকশা চালক সমিতির ডাকে জামালপুরের মেলান্দহ উপজেলায় আজ শনিবার হরতাল চলছে। সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকলেও বেশকিছু সিএনজি ও যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে অটোরিকশা চালক মনু'কে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। শুক্রবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার চরবেতমারী গ্রামে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে ধান ক্ষেতে হাত-পা বাধা অবস্থায় অটোরিকশা চালক মনোয়ার হোসেন মনু'র লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাতে অজ্ঞাত আসামী করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা মমেনা বেগম। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত স্থানীয় অটোরিকশা চালক সমিতির সমাবেশ থেকে আজ মেলান্দহ উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়। হরতাল চলাকালে রাস্তায় কোন পিকেটারকে দেখা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।