আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে ভূমিহীনদের মানববন্ধন

সোমবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ৪৭টি ভূমিহীন পরিবারের সদস্যরা তাদের বসতবাড়ি রক্ষার দাবিতে এক মানববন্ধনে অংশ নেন।
ভূমিহীন পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শহরের টিক্কাপট্টির সিংহজানী মৌজায় সরকারের খাস খতিয়ানের ৫৫ শতাংশ জমিতে নরসুন্দর, ধোপা বিভিন্ন পেশার মানুষ প্রায় একশ বছর ধরে বসবাস করছেন।
সম্প্রতি আমজাদ হোসেন নামে এক ব্যক্তি জাল দলিলের মাধ্যমে এ জমি আত্মসাৎ এবং ভূমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।
তারা এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি আমির উদ্দিন, ভূমিহীন পরিবারের সদস্য জামাল উদ্দিন, বাচ্চু মিয়া ও সাবানা বেগম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.