সোমবার সকালে উপজেলার রশিদপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৫৭) ওই গ্রামের মৃত শরিয়ত উল্লাহ সরকারের ছেলে।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, বড় ভাই হুরমুজ আলী মাস্টারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল খোরশেদের।
“সোমবার সকালে হুরমুজ আলীর লোকজন খোরশেদ আলমের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা খোরশেদকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখে।”
জামালপুর সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) ইয়াসিন আলী ও সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি মজিবুর রহমান মজুমদার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।