আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে হরতাল চলছে

দলীয়  নেতাকর্মীর মুক্তির দাবিতে জামালপুরে ১৮ দলের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। দুপুর ২টা পর্যন্ত হরতাল চলবে।

আজ রোববার সকালে হরতাল চলাকালে শহরের দোকানপাট ছিল বন্ধ। শহরে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এখন পর্যন্ত শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানের নেতৃত্বে  শহরের কথাকলি মার্কেটের সামনে থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন  পয়েন্টে পিকেটাররা অবস্থান নিয়ে পিকেটিং করছে। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে শনিবার সন্ধ্যায় হরতালের সমর্থনে শহরে জেলা বিএনপির মিছিল চলাকালে পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া,গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় আজ ১৮ দলীয় জোটের ১৬২ জনের নামসহ ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে জামালপুর থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলা বিএনপির যুগ্ন সম্পাদক লিয়াকত আলীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.