আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

নিহত সবুজা বেগম (৩০) উপজেলার পাররামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের হারিফ মণ্ডলের (৪০) স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে সবুজার লাশ উদ্ধার করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় গভীর কালো দাগ এবং হাত-পা বাঁধা ছিল তার।
প্রাথমিকভাবে মনে হচ্ছে মারধরের পর শ্বাসরোধ করে সবুজাকে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
ময়নাতদন্তের জন্য সবুজার মৃতদেহ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে পুলিশ সবুজার স্বামী হারিফ, শাশুড়ি হাজেরা খাতুন (৬৫) ও ভাসুর হারুন মণ্ডলকে (৪৩) আটক করা হয়েছে বলে জানান ওসি মিজানুর।
ওসি বলেন, আটকদের দাবি সবুজা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.