আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন: শাজাহান খান

সড়ক দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন বলে মন্তব্য করলেন নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা শাজাহান খান। অবৈধভাবে লাইসেন্স নেওয়া অদক্ষ চালকদের কারণে একের পর এক সড়ক দুর্ঘটনায় বহু হতাহতের বিষয় নিয়ে যখন দেশবাসী ক্ষুব্ধ, তখন মন্ত্রী এমন মন্তব্য করলেন। গতকাল মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এতে আহত হন তিনজন। আজ রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে নৌমন্ত্রী ওই মন্তব্য করেন।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই খবরে মন্ত্রী আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয় যোগ্য চালকদেরই লাইসেন্স দিয়েছে। পরীক্ষার মাধ্যমেই তাঁরা লাইসেন্স পেয়েছেন। তবে দুর্ঘটনা কার হাতে ঘটবে, এটা বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী সড়ক দুর্ঘটনার জন্য ভিন্ন ভিন্ন কারণ অনুসন্ধানের সুপারিশ করেন। প্রথম আলোয় আজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সড়ক দুর্ঘটনায় ২০০৬ সালে মারা গেছে তিন হাজার ১৬০ জন।

এটা হচ্ছে থানায় নিবন্ধিত সংখ্যা। বাংলাদেশ স্বাস্থ্য ও দুর্ঘটনা জরিপে বলা হচ্ছে, ২০০৩ সালে মারা গেছে ১৩ হাজারেরও বেশি। ২০০২ সালে বলা হয়েছিল, সড়ক দুর্ঘটনার ক্ষতি এক হাজার কোটি টাকার বেশি। সম্প্রতি প্রথম আলোয় খবর বেরিয়েছে, বিনা পরীক্ষায় চালকদের লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন নৌপরিবহনমন্ত্রী। সম্প্রতি মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩৯ শিক্ষার্থীসহ ৪১ জন।

গতকাল মারা গেলেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন। পাবনায় গতকালই বাস খাদে পড়ে আরও পাঁচজন মারা গেছে। click this link for details ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.