সোমবার দুপুরে ‘সেমি ফাইটার’ বিমানটি রানওয়ে অতিক্রম করে সামনে থাকা নেটের ওপর আছড়ে পড়ে। এতে এক শিক্ষানবিস পাইলট আহত হন।
আইএসপিআর এর সহকারি পরিচালক নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এতে বিমানের কোনো ক্ষতি হয়নি।
যশোর বিমানবন্দরের একাধিক কর্মকর্তা জানান, দুপুরে বিরূপ আবহাওয়ার মধ্যে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে উড়ার কিছু পরেই সেটি অবতরণ করতে বাধ্য হয়। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে।
পরে বিমানটিকে ক্রেন দিয়ে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।