সোমবার রাত ৮টার দিকে দুর্ঘটনার পর সেতুতে চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সেতুর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।
দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে নিতে কাজ চলছে বলে সেতুর ব্যবস্থাপক (ট্রাফিক) মুজাহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রাত সাড়ে ৯টার দিকে তিনি জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গাড়ির লেইনে যান চলাচল শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসির উত্তরাঞ্চলগামী একটি বাসের চাকা সেতুর ওপর হঠাৎ ফেটে গেলে এটি থেমে যায়। তখন পেছনের বাসটি একে ধাক্কা দেয়। তার পেছনের আরো তিনটি বাস একটিকে অন্যটি ধাক্কা দেয়।
দুর্ঘটনায় প্রায় অর্ধশত জন আহত হয়েছে। এর মধ্যে ৩০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।