আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। বেশীর ভাগ দুর্ঘটনার জন্য আমরা গাড়ীর চালকদেরকে দায়ী করে থাকি। দুর্ঘটনার জন্য আমরা ও কি দায়ী নই? উপরের তিনটি ছবিই প্রমাণ করে যে দুর্ঘটনার জন্য আমরাও দায়ী। ফুটপাত, জেব্রা ক্রসিং, ওভার ব্রিজ দিয়ে না হেটে রাস্তায় হাটলে অথবা রাস্তা পারাপার হতে চাইলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান----
(দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের ফুটপাত ও ওভারব্রিজ এখন হকার, ছিনতাইকারী ও দুষ্ট ছেলে-মেয়েদের দখলে। প্রশাসনের কর্মকর্তরা তাদের কাছে থেকে মোট অংকের চাঁদা আদায় করে থাকে। রাজনৈতিক দলের ক্যাডাররা ও তাদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে বলে তাদেরকে সরানো যায় না। আর আমরা আম জনতাকে কষ্ট করে জীবনের ঝুকি নিয়ে রাস্তা দিয়ে হাটতে হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।