আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কার ভক্ত? সাকিব-তামিমের, আশরাফুলের নাকি বাংলাদেশ ক্রিকেট দলের?

প্রশ্ন একটা “আপনি কার ভক্ত? অপশন তিনটা (ক)সাকিব তামিমের (খ)আশরাফুলের (গ)বাংলাদেশ টিমের। একজন বাংলাদেশী হিসেবে আমি আশা করব সকলের উত্তর হবে (গ)বাংলাদেশ টিমের। বাতিক্রম অবশ্যই থাকতে পারে কেউ সাকিব,তামিমের কেউ বা আশরাফুলের। আপনি যারই ভক্ত হন না কেন নিচের লিংকে গিয়ে একটা ভোট দিন। আপনি ভোট দেয়ার আগে আমার লেখাটা দয়া করে একটু পড়ুন।

আমি ধরে নিলাম আপনি বাংলাদেশ টিমের সাপোর্টার। কালের কণ্ঠের প্রশ্নটা এরকম “আশরাফুলকে দলে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সাকিব এবং তামিম আপনি কি সমর্থন করেন” আমরা আসলে জানিনা সত্যিই কি এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা। কিন্তু যদি এমন সাহসী সিদ্ধান্ত সাকিব তামিম সত্যিই নিতে পারত ওদেরকে হৃদয়ের মনি কোঠায় ঠাই দিতাম, শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত। আমরা এর আগে আশরাফুলের এক ইনিংস দেখে ২০টা ম্যাচে সুযোগ দিয়েছি, বিনিময়ে দিয়েছে কি? কচু। আশরাফুল টেস্টে রান পেয়েছে, ঠিক আছে।

এই এক টেস্ট দেখে আরও ২০টা সুযোগ দিন,বিনিময়ে ও ঘোড়ার ডিমই দিবে। আমারা কি ওর অতীত দেখিনি। ওযে ধারাবাহিকভাবে কতটা অধারাবাহিক এটা আমরা দর্শকরা যেমন জানি সাকিব তামিম তো আরও ভালো করে জানেন। দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারে যিনি নিজেকে দলের জন্য অপয়া প্রমান করে আসলেন সেই ফুল প্রতিদিন ফুটবে এমন আশা যারা করেন তাদেরকে অন্তত ক্রিকেট বোদ্ধা বলা যায় না। ওর ক্যারিয়ারের সব কিছুই তো আমরা দেখেছি।

জানা আছে ওর গড়। যে কয়টা ভালো ইনিংস খেলেছে দেখার মত কিন্তু এটা কি যথেষ্ট। যে ফুল এক মৌসুমে একবার ফোটে কয়েক ঘণ্টা সৌরভে মাতিয়ে রাখে আবার ঝরে যায়। এমন টবে প্রতিদিন পানি দেবার পক্ষে আপনি? আপনারা হয়ত আশরাফুলের এক ইনিংস দেখে ‘না’ অপশনেই ভোট দিবেন। কিন্তু অতীত থেকে কি শিক্ষা নিলেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।