আমাদের কথা খুঁজে নিন

   

নির্জনে একদিন

সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অসম্ভবকে নিয়ে বাঁচতে চাই!! সান্ধ্যলগ্নের এক গোধূলি প্রহরে হাঁটছি এ পথ ধরে চিন্তার বিভরে। নগরীর ব্যস্ততা ভুলে গেছে পথ ও, যান নেই বেশি আর আগে ছিল যত। আকাশেতে আলো নেই ধীরে বায়ু বয়; গায়ে এসে লেগে সে ফিসফিসিয়ে কয়- 'যেও নাকো বেশিদূর মনে বড় ভয়- সামনেই পাবে যাকে সে তোমার নয়!' চলছি তো চলছিই এ পথের শেষ! থমকে দাঁড়িয়ে দেখি-'প্রকৃতির বেশ'। যাচ্ছে যে উড়ে ঐ পাখিদের ঝাঁক, চেয়ে আছি অপলক নেয় তারা বাঁক। চারপাই গুইসাপ ছুটে চলে বেশ, হারালেও তবু তার রয়ে যায় রেষ।

আচমকা শ্রুত এক সুনিপুণ সুর যেন সে মানুষ নয় উজ্জ্বল নূর! ডাকছ কি আমায় তুমি,নাকি অন্য কেউ? ব্যতিরেকে কেউ নেই আমি আর ঢেউ!! সে বলে,'কেউ নয় শুধু যে তুমি, কাছে এসো মন চায় চরন-চুমি। ' 'আমি আজ ভূমিহীন অসহায় পথিক, চিন্তাতে ডুবে থাকা আমারই বাতিক। ' 'তোমাকে তো চিনলাম না,কে তুমি হে?' 'আমি তো তোমারই চেনা অচিনের মেয়ে। ' 'যাবে কি আমার সাথে আমাদের গাঁয়ে? উঠে পরি চল ঐ মনহরি নায়ে। থাকবে না বিষাদ আর নেই কোন ক্লান্তি, না গেলে করবে তুমি বড় এক ভ্রান্তি!' মূর্ছিত আমি তার রূপের মায়ায় অগ্রাহ্যে সাধ্য নেই-কি করি হায়! চেয়ে আছি অপলক নির্বাক হয়ে, নদীও যাচ্ছে একা অবিরাম বয়ে।

চিন্তার বিধিবাম খুঁজি তাঁরে ক্ষণ- কল্পনায় লুকোচুরি খেলে মোর মন। অজান্তে হেসে উঠি আমি একা একা জ্বলছে ঐ তাঁরা আর হাসছে চাঁদ বাঁকা। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।