আমাদের কথা খুঁজে নিন

   

নির্জনে রেখেছি কোথাও; নিঃসঙ্গতা

আহসান জামান ১. কেনো ডেকে আনো; এই স্মৃতিখোর পথে উনুনের আঁচে পুঁড়ি, কদমের ঘ্রাণঘোর রাত্রিবেলা কবেকার পুরানো কালের ভাঁজে নির্জনে রেখেছি কোথাও; নিঃসঙ্গতা। শ্রান্তবনের বৃক্ষবাঁকল খুলে বর্ণমালারা তুলে নিচ্ছে বিবর্ণ অক্ষরের হাহাকার আর জলবদ্ধ মানুষের মতো অসহায় দু'হাতে তুলে আনে; অসংখ্য স্মৃতির মৃণাল। আহত বুকের ভিতর আঁড়িপেতে পড়েছে কেউ; বিষণ্ণ চিবুক; মেঘের ছন্নতায় নামে শ্রাবণের ঢল। ২. তোমাদের অইখানে মাঘের শীতে হেঁটে যেত ভিনদেশী, রঙিন ফিতের ভাঁজে বেঁধে উড়াতো বালিকাদের মন; বধুসখবেশে। তোমাদের অইখানে শীতের রাতে পালাগান শুনে কতলোক র্নিঘুমচোখে পথহেঁটে ফিরেছে বাড়ী; ভোরের আলোর সাথে। তোমাদের অইখানে শীতের দুপুরজুড়ে মিষ্টিরোদে পুঁড়ে কতিপয় বিনষ্টদল অসংখ্য গল্পের ভাঁজে রেখে গেছে স্মৃতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।