আমাদের কথা খুঁজে নিন

   

একটি সিরিয়াস কথা আছে- বাঙলা নাটক !

কোন পর্যায়ে গিয়েছে আমাদের নাটক নিচের ডায়লগ গুলো দেখুন । । । । ।

। । ঘটনা ১ মসাররফ করিমঃ দোস্ত আমিতো প্রেমে পইরা গেসি ! দোস্তঃ মালটা কে ? উল্লেখ্য মালটা ছিল তথাকথিত আধুনিক মডেল অভিনেত্রী "সোহানা সাবা" আমাদের নাটক ছিল একসময় আমাদের জীবনের প্রতিছবি। নিত্ত দিনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, মিষ্টি ভালবাসার এসব কিছুর প্রতিফলন থাকতো নাটকে। আজও মনে পরে " বহুব্রীহি,ঢাকায় থাকি, নখত্রের রাত, অয়ময়, কোথাও কেঁউ নেই এসব নাটকের কথা।

নাটকের ঘটনা, কাহিনির গভীরতা, নায়ক নায়িকার ভালবাসার মিষ্টি বহিঃপ্রকাশ সব কিছুর ছিল এক অপূর্ব মিশ্রণ। সেই সব আজ শুধু সৃতি। বাঙলা চ্যানেল খুললেই চোখে পরে ফারুকির "ভাই বেরাদার" গ্রুপের কিছু অভিনেতা অভিনেত্রী দের। যাদের নাম সবাই জানেন। ঘটনা ২ শাশুরি তার বউমা কেঃ এই তুমি কি আজকাল বিড়ি সিগারেট খাও নাকি ঘরে বসে ? বউ (তিসা) জি খাই।

আমার অনেক দিনের অভ্যাস! শাশুরিঃ এসব অভ্যাস তো ছাড়তে হবে । আমাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে না ! বউ : সম্ভব না আমার পক্ষে। এটা আমার অভ্যাস ছাড়া সম্ভব না ! সত্যি কি আমাদের সমাজে এমন উদ্ভট ঘটনা ঘটে যে বউ সসুর বাড়ি গিয়ে ধুম্পান করে তাও আবার ঘরে বসে !! আমার জানা নেই। আপ্নারা কি জানেন ? এই নোংরামির শেষ কোথায় ? কি শিখবে আমাদের নতুন প্রজন্ম ? কি দিতে পারব আমরা তাদের ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.