আমাদের কথা খুঁজে নিন

   

বিএনএফ নিয়ে উদ্বিগ্ন বিএনপি: আনোয়ার

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামের একটি অস্তিত্বহীন রাজনৈতিক সংগঠনকে নিবন্ধিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা নির্বাচন কমিশনকে এই ষড়যন্ত্র থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। আজ রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কমিশনকে এ অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশন থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, বিএনএফকে গমের শীষ প্রতীক দেওয়া হলে দুটি দলের প্রতীক একই ধরনের হয়ে যাবে এবং এতে জনমনে বিভ্রান্তির সৃৃষ্টি হবে। নির্বাচন কমিশন বিএনপির আপত্তি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।


নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য বিএনএফ নির্বাচন কমিশনে আবেদন করেছে। তারা প্রতীক হিসেবে গমের শীষ দাবি করেছে।
এ বিষয়ে আপত্তি জানিয়ে আজ দুপুরে এম কে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে দেখা করে চিঠি হস্তান্তর করে। পরে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, বিএনএফ নামে একটি নতুন দল গঠন করে এক-এগারোর মতো আবারও বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে। বিএনপির লোগো এবং প্রতীক ব্যবহার করে বিএনএফ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছে।

যদি নির্বাচন কমিশন বিএনএফকে নিবন্ধন দেয়, তাহলে এই কমিশনের বিরুদ্ধে বিএনপি কঠোর আন্দোলন গড়ে তুলবে।
এম কে আনোয়ার বলেন, ‘বিএনপি বিএনএফ নিয়ে উদ্বিগ্ন। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনএফ ষড়যন্ত্রে লিপ্ত। আর তাদের একটি মহল ইন্ধন দিচ্ছে। বিএনএফকে নিয়ে এমন কোনো পরিস্থিতি চাই না, যাতে কমিশন পুনর্গঠনের আন্দোলনে নামতে হয়।

সংসদ নির্বাচনের জন্য ১৪০টি প্রতীক আছে, সেখানে গমের শীষ প্রতীক নেই। তাহলে কীভাবে বিএনএফকে গমের প্রতীক দেওয়া হবে। ’ তিনি আরও বলেন, ‘বিএনএফকে গমের শীষ না দেওয়ার জন্য আমরা সিইসিকে বলেছি। সিইসি জানিয়েছেন, তাদের গমের শীষ দেওয়া হবে না। ’
বিএনপির চিঠিতে বলা হয়েছে, তদন্তে প্রতিফলিত একটি অস্তিত্বহীন সংগঠনকে নিবন্ধিত করার ষড়যন্ত্র দেশের রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলবে।

চিঠিতে নির্বাচন কমিশনকে এ ষড়যন্ত্র থেকে দূরে থেকে সাংবিধানিক দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার অনুরোধ জানানো হয়।
বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে নতুন নিবন্ধনপ্রত্যাশী দল বিএনএফকে গমের শীষ প্রতীক বরাদ্দের চিন্তার বিষয়টি সঠিক নয়। কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সিইসির বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে যে, বিএনএফের আবেদনের ভিত্তিতে গমের শীষ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় যোগ করার কথা ভাবা হচ্ছে। খবরটি সঠিক নয়। সিইসি এ জাতীয় কোনো বক্তব্য দেননি।

মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক কার্যকর অফিস ও কমিটি থাকলেই তারপর বিএনএফকে নিবন্ধিত করা হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.