আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রম

জীবন এক ভ্রমন, সময় হলো রাস্তা একদিন একজন লোক বনের মধ্যে একটা রাস্তা দেয়ে দুরের অন্য একটা গ্রামের পথে যাচ্ছিল . তখন প্রায় সন্ধ্যা হয় হয় ,আলো খুব কমে এসেছে , লোকটা জোর কদমে চলছিল বনের মধ্যেদিয়ে . হঠাথ একটা গাছের নিচে একটা ঝোপের মধ্যে চোখ পরতেই দেখে একটা মস্ত সাপ .. সে তো খুব ভয় পায়ে গেল আর ভালো করে তাকাতে দেখতে পেল যে সাপ টা একদম মরার মতন পড়ে আছে .. মনে হচ্ছে সাপটা হয় অসুস্থ কিম্বা বুড়ো হয়ে যাবার কারণে একদম চুপচাপ শুয়ে আছে . লোকটার কিরকম যেন মায়া হলো , যদিও ভয় ও হচ্ছিল তবুও ভাবলো আহা কৃষ্ণের জীব, একবার তো দেখি কি হয়েছে . এইরকম ভেবে সে সাহস করে খানিকটা ওই ঝোপের দিকে এগিয়ে গেল , হাতের লন্ঠন টা উচুকরে দেখে আরে! .. এটা তো সাপ নয় , এটা তো একটা মোটা মত দড়ির টুকরো .. ঝোপের মধ্যে আলো আঁধারী তে একটা সাপ বলে মনে হচ্ছিল. যাক যে ভয়টা মনের মধ্যে চেপে বসে ছিল সেটা আর রইলো না .. লোকটা আবার রাস্তায় ফিরে এলো .. যাক দেরী হয়ে যাচ্ছে তাই আবার চটপট রওনা হবার উপক্রম করলো .. একবার সেই ঝোপের দিকে তাকাতেই সে তো অবাক .. আরে ওটা তো ঠিক সাপ বলেই মনে হচ্ছে .. এবার কিন্তু অর একদম ভয় করলো না আর মায়াও হলনা ওটাকে অসুস্থ কিম্বা বুড়ো হয়ে গেছে ভেবে .. স্বাভাবিক , কারণ ও তো আলো হাতে সামনে গিয়ে দেখে এসেছে যে ওটা সাপ নয় আসলে একটা দড়ি , তাই ভয় পাবার বা মায়া হবার কোনো প্রশ্নই নেই . সে রওয়ানা হবে ঠিক সেই সময় আর একটা লোক এসে হাজির .. তারও চোখে পড়েচে ওই সাপ .. সে তো আঁতকে উঠে ওকে বলে আরে মশাই দেখছেননা গাছের নিচে ঝোপের মধ্যে কিরকম মারাত্মক একটা সাপ পড়ে আছে ? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়া কি মজা দেখছেন .. সাপ টা যখন তাড়া করবে তখন বুঝবেন মজা . প্রথম লোকটা যত বলে আরে ওটা আপনার দেখার ভুল .. ওটা সাপ নয় ওটা একটা দড়ি ঝোপের মধ্যে আলো আঁধারী তে একটা সাপ বলে মনে হচ্ছে . . কে শোনে কার কথা .. লোকটা বলে -- বললেই হলো .. আমে পষ্ট দেখতে পাচ্ছি ওটা একটা সাপ - প্রথম লোকটা বলে ঠিক আছে তুমি এক কাজ কর .. আমার আলো টা নাও সামনে গিয়ে নিজেই দেখে এস ওটা সাপ নাকি দড়ি . অপর জন বলে আরে পাগল আমি ওই সাপের কাছে গিয়ে মরি আর কি . এই বলে সে রওয়ানা দিয়ে দিল .. প্রথম লোকটা ভাবলো .. হায়রে এই জীবনে ওই লোকটার ভ্রম আর কোনো দিন যাবে না. এখানে আমার দুই খান কথা আছে ...... ১)আপনারা কেউ প্রথম লোকটার মত কাউকে দেখেছেন কি যে আলো নিয়ে সত্যি টা কে দেখেছেন ? ২)আর ওই লোক টা, যে ভ্রমেই রোয়েগেলো .. তাকে দেখেছেন কি? আপনাদের উত্তরের অপেক্ষায়  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।