আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রম দেখি

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

ভ্রম দেখি ______ ভ্রম দেখি ভ্রম দেখি জল হতে কাদা হতে গুহায় সমগ্র চামড়ায় গজে পালক পাখি হয়ে উড়ে যাই। স্রোতে স্রোতে ভেসে গেলো বেলা- ক্ষুধার্তরা শুয়ে শুয়ে খেয়ে যায় ভ্রুন রক্ত ও অক্ষরমাংসের ভারে দুলছে পাল্লা আজ খুব কাছে খুব দূরে সময় কর্কশ মানব-অমানব-জন্তুর হল্লায়। তবুও কারা যেন অনড় লিখে যায় অক্ষরাংশ- আমি ভাবি, খুব ভাবি কবি- তুমি কি ''অ''মানুষ ! না কি তুমি ঈশ্বর ! শুধু বলি মানুষ হও- যদি তুমি কখনো হয়ে যাও মানুষ তবে তুমিও হয়ে যাবে ঈশ্বরাংশ ।। ________________________ ________বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।