ক্লান্তি মোর ক্ষমা কর প্রভু
আমি সাধারনের মধ্যেও অতি সাধারন। অথচ বিধাতা সবসময় আমাকে আমার যোগ্যতার থেকে বেশিই দিয়েছেন । পড়াশোনা করছি এমন জায়গায় যেখানে আমার থেকে বেশি যোগ্যতাবান অনেকেও চান্স পান না, থাকছি ঢাকার অভিজাত এলাকায় বিশাল এক বাড়িতে যেখানে আমার থাকার কথা না, যখন যে জিনিসটা প্রয়োজন তাই পাচ্ছি অথচ অধিকার দেখাবার মত আমার কেঊ নেই । এত কিছু পাবার পরও যদি একটা কিছু না পাই তবে তা নিয়ে কি মন খারাপ করার কিছু আছে? বিধাতা এতো এতো মানুষের ভিড়ে আমাকে এতো কিছু দিয়েছেন তাই কি যথেষ্ঠ না?? এরপরও যদি আমি কোন সমস্যায় পড়ি আর তা যদি তিনি সমাধান না করে দেন তবে কি তাকে কোন দোষ দেওয়া যায়?আমি এত দিন তাও দোষ দিয়ে গেছি। ছিঃ, আমি কত লোভী!! তিনি আমার মুখাপেক্ষী নন, বরং আমি তার মুখাপেক্ষী। আমার মত এতো নগন্য একটা মানুষ কষ্টে থাকলে কি আসে যায়? পৃথিবীতে আরও আনেক মানুষ কষ্টে আছে; আমার থেকে বেশিই আছে। আমি না হয় তার কাছে প্রার্থনা করেছিলাম কিন্তু তা যে তাকে শুনতেই হবে এমন তো কোন কথা নায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।