পরে অন্য সময়ে...
মমতা কুলকার্নি। মুম্বাইপাড়ায় ৯০-এর দশকের ‘সেক্স সাইরেন’। কোটি তরুন-যুবকের মনে আলোড়ন তোলা সেই লাস্যময়ী তারকা ইসলাম গ্রহন করেছেন বলে বলিউডে জোর আলোচনা চলছে। দুদিন আগেই খবর বেড়িয়েছিল ‘ঘাতক’, ‘করণ অর্জুন’, ‘বাজি’র মতো ছবিতে অভিনয় করা এই তারকা সন্যাসব্রত গ্রহন করেছেন। এবার ভারতের জি নিউজ খবর দিল তিনি ইসলাম ধর্মে দিক্ষা নিয়েছেন।
অবিশ্বাস্য হলেও সত্যি, মমতা কুলকার্নি নায়িকা থেকে এখন পুরদুস্তর অন্য মানুষ। শুধু তাই নয়, তিনি লিখেছেন আধ্যাত্মিকতার ওপরে একটি বইও। এর নাম ‘অটোবায়োগ্রাফি অফ অ্যান যোগিনী’।
বর্তমান সম্পর্কে মমতা বলেন, “কেউ পার্থিব কারণে পৃথিবীতে আসে। কেউ আসে স্রষ্টার আরাধনা করতে।
আমি এসেছি দ্বিতীয় কারণে। ”
সেলুলয়েডের জগত সম্পর্কে মমতা হেসে বলেন, “আমার জগতে এখন আর শাহরুখ, সালমান, আমির খানরা নায়ক নন। এ জগতে শুধু স্রষ্টা আর ধর্মগুরুদের স্থান। ”
জানা যায়, তিনি গুরুদেব গগন গিরিনাথের শিষ্যত্ব নিয়েছেন। এরপর থেকেই বদলে যেতে থাকেন তিনি।
গত ১৪ বছর গ্ল্যামার দুনিয়ার সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি। ছিলেন কঠোর ব্রত-তপস্যার মধ্যে।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।