আমি একদম আলাদা তোমার এই ভাবে চোলেযাওয়াটা, আমি কখনো তোমাকে জানাবনা। কিন্তু কিছু বিষয় আমার অজানা আমি সেটা জানতে পারলাম না, যখন আমি তোমাকে দেখেছি দুঃখ যনক ভাবে নিরবে চোখের অশ্রুতে ভাসতে, আমার বুকটাও সমান ভাবে ভেসেছ, কখনো ভেঙ্গেপোড়না আমি চাইনা তুমি ও আমার মতো কাঁন্দ, আমি একাই কাঁদব আমাদের দুজনের জন্য। তুমি আমাকে ভুলে যাও আমি কিছুই মনে করবনা, আমার কাছে যে তোমার স্মৃতি আছে সেটাই আমার জন্য যতেষ্ট। প্রথম যখন আমি তোমাকে দেখেছিলাম তখোনি ভেবে ছিলাম, আমি হাজার বার জন্মাতে পারি তোমার জন্য। এবং হাজার হাজার বছর ধরে। এতোবড়ো জগতে খোনিকের জন্য আমি ছিলাম তোমার সাথে তুমি কখনোই জানতে পারবেনা কতটা যন্ত্রনায় আমার এভাবেই চোলে যাওয়া আমি মোরে গেলেওনা এর পর আমার কনো অনুতাপ থাকবেনা তোমার চুলের অনুভুতি গুলি থাকবে আমার বুক জুড়ে তোমার চোখের ইসারা গুলি থাকবে আমার অন্তর ভোরে আমি কথাদিলাম যে কনো কষ্টের মাঝেও তোমার পাসে-ই থাকব আমাদের ভালবাসা বার বার মনে করিয়ে দিবে প্রতিটি অন্ধকারের মাঝে বছরের পর বছর কিন্তু কিছুই পরিবর্তন হবেনা.........কনো কিছুইনা আমি সেখানে থাকব যদি তুমিও থাকো আমি কথাদিলাম এই জীবনটা শুধুই তোমার জন্য আমি শারা জাহান ত্যাগ করতে পারি কিন্তু তোমাকে না ভালবাসাই সত্য যদি সেখানে আমাদের মাঝে আনন্দ থাকে আমাদের ভালবাসা একদিন জীবন্ত হয়ে থাকবে দির্ঘ থেকে দির্ঘ সময় ধরে আমি কথাদিলাম এই জীবনটা শুধুই তোমার জন্য যতদিন না সবকিছু সেষ হয় আমি শারা জাহান ত্যাগ করতে পারি কিন্তু তোমাকে না ভালবাসাই সত্য যদি ভাবতে পার আমি তোমাকে সত্যি ভালবেসেছি আমাদের ভালবাসা একদিন জীবন্ত হয়ে থাকবে দির্ঘ থেকে দির্ঘ সময় ধরে আমরা দুজনে আবার মিলিত হব আমাদের পরবর্তি জীবনে.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।