আমাদের কথা খুঁজে নিন

   

দুজনে

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " দুজনে … … আজিজুল বারী তুমি আর আমি , শুধু দুটি শব্দ, হয়তো নিঃশব্দ । অনেক অনেক আগে ছিলাম হয়তো দুজনে, হয়তো শুধুই মনে, হয়তো আনমনে , যখন সময় ছিলো না, তখনো ছিলাম শুধু দুজনে হয়তো আনমনে… হয়্তো নির্জনে ; আরো অনেক অনেক পরে যখন অতীত বিদায় নিলো, যখন সময় সুন্দর হলো, আকাশ নীল হলো, পৃথিবী সবুজ হলো । যখন বসন্ত এল, ফুলে-ফলে ভরে গেল, পাখীরা গাইলো গান তখনো ছিলাম দুজনে হয়তো নির্জনে… হয়তো আনমনে । হয়তো পাখীর কুজনে, হয়তো চিরসবুজ বনে; আরও অনেক অনেক পরে, যখন পৃথিবী থাকবেনা, যখন অতীত, বর্তমান, ভবিষ্যত থাকবে না । যখন সব কোলাহল থেমে যাবে, সব রঙ মুছে যাবে যখন সময় অবসর নেবে, কাল বিদায় নেবে, যখন সবকিছু শুন্যতায় ভরে যাবে । তখনো থাকবো দুজনে হয়তো আনমনে, হয়তো গোপনে, হয়তো নির্জনে হয়তো চিরন্তনে… শুধুই দুজনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।