আমি ওসামা বিন নূর। আমি ভালবাসি নিজে সচেতন হতে এবং অন্যদের সচেতন করতে আর ভালবাসি লেখালেখি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিশুদের কিছু করা, কমিউনিটি সার্ভিস ইত্যাদি। আমি বাস্তবতায় বিশ্বাস করি। মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন তারা আমাকে নিয়ে অহংকার করতে পারে। আ Picture
সকল নাটকীয়তা শেষ হল।
ভিসা হল সবার। লক্ষ্যে ১ম দক্ষিণ এয়িশা যুব সম্মেলন ২০১১ অংশগ্রহণ। দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিপাদ্য নিয়ে আন্তজার্তিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভারতের ব্যাঙ্গলোরে শহরে। সার্কভূক্ত দেশের যুবদের নিয়ে কনফারেন্সে বাংলাদেশর প্রতিনিধিত্ব করে ৬ তরুণ শিক্ষার্থী যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। আফগানিস্থান, বাংলাদেশ, ভারত, পাকিস্থান, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল এবং ভূটান অর্থাৎ দক্ষিণ এশিয়ার ৮ দেশ থেকে ১০০ যুব অংশগ্রহণ করে।
২৩মে থেকে ২৮মে ৬দিনের সম্মেলনে আমরা বাংলাদেশ প্রতিনিধি দল নিজদেশের যুব উন্নয়ন, সামাজিক উন্নয়ন, পরিবেশ উন্নয়ন তথা শান্তি প্রতিষ্ঠায় সামগ্রীক কর্মকান্ড তুলে ধরি। তাছাড়া সার্ক বন্ধুদের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে সার্কভূক্ত দেশ গুলোতে তাদের ও আমারদের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ, পরিকল্পনা, অভিজ্ঞনা সম্পর্কে পরস্পর জানতে পারি। আমরা সকলে মিলে শান্তি প্রতিষ্ঠার মাধ্যেমে কিভাবে দক্ষিণ এশিয়াকে এগিয়ে নেয়া যায় সার্ক যুব বন্ধুরা এ নিয়ে আলোচনা করি।
দ্যা ব্লু রিবন মুভমেন্ট আয়োজিত এই আন্তজার্তিক সম্মেলনে বিষয় ভিত্তিক আলোচনা ও কর্মশালা পরিচালনা করেন আন্তজার্তিক বক্তারা। আন্তজার্তিক সম্মেলনটি আয়োজনে সহযোগীতা করে পীস চাইল্ড সংগঠন।
এ সম্মেলনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ও বাংলাদেশ ইয়ূথ সোসাইটি ফর পীস এন্ড ইসভায়রমেন্ট সদস্য খালিদ ইয়াহ্ইয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ও নকশী বাংলা ইয়ূথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ইমদাদ হক, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ'র সদস্য ওসামা বিন নূর, ইন্টারন্যাশনাল ইয়ূথ কাউন্সিল ঢাকা ইনিভার্সিটি চ্যাপটার সভাপতি গোলাম কিবরিয়া, ঢাবি ছাত্রী মেহের নিগার জেরিন এবং ব্রাক ইউনিভার্সিটি ছাত্রী প্রজ্ঞা পারমিতা মজুমদার বাংলাদেশ ইয়ূথ ইনভারমেন্টাল ইনিশিয়েটিভ সংগঠনের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
সাংস্কৃতিক সন্ধ্যায় সার্কভূক্ত প্রতিটি দেশের প্রতিনিধিরা তার নিজ দেশের সাংস্কৃতি, ইতিহাস, ঐতিয্য তুলে ধরেন। তাছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীই নিজ দেশের সাংস্কৃতি উপস্থাপনে ইতি টানা হয় ১ম সাউথ এশিয়ান ইয়ূথ কনফারেন্স ২০১১। আগামী বছর ২য় সাউথ এশিয়ান ইয়ূথ কনফারেন্স ২০১২ কাবুলে অনুষ্ঠিত হওয়ার ঘোষণার মাধ্যমে শেষ হয় আন্তজার্তিক সম্মেলনটি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।