সত্য কথাটাই বলতে চাই..........যতই অপ্রিয় সত্য হোক মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন তার চুপ করে থাকা ছাড়া কিছুই করার থাকেনা। প্রচন্ড মানসিক কষ্টে পর্যুদস্ত আমি। কিছু খুব কাছের মানুষেরে দেয়া আঘাত সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যখন কাছের মানুষ গুলো হয় একই রক্তের!!! সময়টা প্রচন্ড খারাপ! এটা মানুষের জীবনে খুবই স্বাভাবিক। কিন্তু কাল বড় ভাই এমন একটা কথা বলল যেটা শুনার সাথে সাথে আমি আমার সমস্ত সহ্য করার মত শক্তি হারিয়ে ফেলি।
নিমেষেই ভাঙ্গতে থাকি হাতের কাছে যা পাচ্ছিলাম তাই!!! এর মধ্যে বাদ যায়নি আমার ল্যাপটপ, মোবাইল সহ আরও অনক জিনিষ। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ সে!!! আমি তখন হিতাহিত ঞ্জান শুন্য!!! ল্যাপটপের স্ক্রিন এ ফাটল ধরেছে। মোবালটা কোন মতে বেঁচে আছে। এর পর আমাকে ধরে ফেলল সে। এবং ক্ষমা চাচ্ছিল।
সে বুঝতে পারলো আমাকে যা বলেছিল তা বলাটা তার অন্যায় হয়েছে। বড়
ভাই হয়ে ক্ষমা চাচ্ছিল, কিন্তু আমি কিছুতেই ক্ষমা করতে পারছিনা। আমি এখন বুঝতে পারছিনা কি করব। কেউ আমার দূর্বলতার সুযোগ নিয়ে যখন আমাকে তিরষ্কার করবে, তাকে কি ক্ষমা করা উচিত? হোক সে বড় ভাই!!! আমি এখন ডিসিশন নিতে পারছিনা। কেউ বলেন এই পরিস্থিতিতে আমার কি করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।