আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজার

I Love Bangladesh

সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচকের সঙ্গে কমেছে লেনদেনও। কমেছে তালিকাভুক্ত দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনভর একই চিত্র দেখা গেছে। ডিএসইতে আজ দিনের লেনদেন শেষে সূচক ১৭৬.০৯ পয়েন্ট কমে ৬,১৬৪.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ মোট ২৫০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৮৬৭ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ১৯৬ কোটি টাকা কম। একজন বিনিয়োগকারী বলেন, ‘আমরা বাজারের হালচাল বুঝে উঠতে পারছি না। একবার বাড়লে তো বাড়তেই থাকে, আবার কমলে কমতেই থাকে।

এটা তো বাজার সংশোধনের পর্যায়ে পড়ে না। ’ চট্টগ্রামের কবির সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির জানান, এভাবে সূচকের পতন ঠিক নয়। এতে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলবে। আজ ডিএসইতে লেনদেন শুরুর পাঁচ মিনিটের দিকেই সূচক ১০০ পয়েন্ট কমে যায়। এরপর সূচক দ্রুত কমতে থাকে।

সূচক কমার এ ধারা দিনভর অব্যাহত ছিল। আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ছিল বেক্সিমকো, বেক্সটেক্স, তিতাস গ্যাস, গোল্ডেন সন, পিএলএফএসএল, ম্যাকসন স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, শাইন পুকুর সিরামিকস, আরএন স্পিনিং এবং কনফিডেন্স সিমেন্ট। সিএসইতে আজ দিনের লেনদেন শেষে সূচক ৫১৮.০৮ পয়েন্ট কমে ১৭,২৪৫.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে নয়টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

মোট লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ১৫ কোটি কম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.