আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজার চাঙা

যাহা বলি সত্য বলি....

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবারও সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়েছে। এর আগের তিনদিনও উভয় বাজারের সূচক বেড়েছে। বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) মোট ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির। এ সময় পর্যন্ত সাধারণ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

মোট লেনদেন হয় ৩৫৬ কোটি টাকার কিছু বেশি। ডিএসই’তে লেনদেনের প্রথম আধাঘণ্টা সূচক একটানা প্রায় ২০০ পয়েন্টের মতো বেড়ে যায়। এর পর সাড়ে ১১টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত সূচক নিম্নমুখি হয়। পরবর্তী ১০ মিনিট অর্থাৎ ১১টা ৫৫মিনিট পর্যন্ত সূচক আবার বাড়ে। অন্যদিকে, বেলা পৌনে ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মোট ১৬৩টি কোম্পানির লেনদেন হয়।

এর মধ্যে ১৩৫ কোম্পানির দাম বেড়েছে, ১৯টির কমেছে ও অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। এ সময় পর্যন্ত সিএসই সিলেক্টিভ ক্যাটাগরির সূচক (সিএসসিএক্স) ২শ’ ৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩শ’ ২২ পয়েন্টে পৌঁছেছে। মোট লেনদেন হয় ৪০ কোটি টাকা। দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবারও সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়েছে। এর আগের তিনদিনও উভয় বাজারের সূচক বেড়েছে।

বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) মোট ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির। এ সময় পর্যন্ত সাধারণ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয় ৩৫৬ কোটি টাকার কিছু বেশি। ডিএসই’তে লেনদেনের প্রথম আধাঘণ্টা সূচক একটানা প্রায় ২০০ পয়েন্টের মতো বেড়ে যায়।

এর পর সাড়ে ১১টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত সূচক নিম্নমুখি হয়। পরবর্তী ১০ মিনিট অর্থাৎ ১১টা ৫৫মিনিট পর্যন্ত সূচক আবার বাড়ে। অন্যদিকে, বেলা পৌনে ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মোট ১৬৩টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে ১৩৫ কোম্পানির দাম বেড়েছে, ১৯টির কমেছে ও অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। এ সময় পর্যন্ত সিএসই সিলেক্টিভ ক্যাটাগরির সূচক (সিএসসিএক্স) ২শ’ ৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩শ’ ২২ পয়েন্টে পৌঁছেছে।

মোট লেনদেন হয় ৪০ কোটি টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.