আমাদের কথা খুঁজে নিন

   

ডায়রীর পাতা থেকে

আমার যোগ্যতা কিছুই নেই। অনেকদিন পর বলেই হয়তবা লিখতে ইচ্ছে করছে। পৃথিবীর সবচেয়ে অপদার্থ মানুষের তালিকা করলে আমি হয়তবা বিনা দ্বিধায় স্থান করে নেব। যদিও পৃথিবীর নিয়ত আবর্তনশীল গতির ধারায় আমি নিয়মিতই আবর্তিত হচ্ছি। উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরিকে ছোটবেলায় কিশোর অপরাধ বলে জানতাম,কিন্তু উদ্দেশ্যহীনভাবে বড় হওয়া কি ধরনের অপরাধ তা আমার জানা নেই।

আমার এখন আর কোনকিছুর প্রতি আকর্ষন কাজ করে না। যদিও আমি সন্ন্যাসী বা ওরম কিছু নই। একসময় কবিতা লিখতাম,এখন আর পারি না কিংবা আসেও না হয়তবা। যা লিখতাম তা যে খুব উচুদরের হত তেমনটি নয় তবুও মন নামক বস্তুটি ওতেই সন্তষ্ট থাকত। হয়ত মনের অবচেতনেই কবি সাহিত্যিক হবার নিদারুন চেস্টার সফল বাস্তবায়ন চাইতাম।

কিন্তু ঐযে মন মরে গেলে আর কিছু হয় না,আমার ও তেমনটি হয়েছে। আমার মন মরে গেছে অনেক আগে যেদিন আমি অন্য কারো মনকে নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। আচ্ছা মানুষ হত্যা করলে তার শাস্তি মৃত্যুদন্ড কিন্তু মন হত্যা করলে কোনো শাস্তি নেই কেন?ঐ মরা মন আমাকে কুড়েকুড়ে খাচ্ছে সারাটাখ্খন। কিন্তু কি আশ্চর্য জীবন তবুও বয়ে যাচ্ছে নিরন্তর। আমি আশ্চর্য হই তখন যখন দেখি আমার এখনো খিদে পাই,ঘুম পাই,টয়লেট পাই।

তবুও সেই আমাকে হয়তো আর কখনই পাওয়া হবে না। জীবন বোধ করি এমনই হারানো,পাওয়া,না পাওয়ার মিলনস্তঃল। তবুও প্রিয় বস্তুটা হারিয়ে গেলে এতো কষ্ট হয় কেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.