আমাদের কথা খুঁজে নিন

   

ডায়রীর একখান পাতা ফটোকপি।

সব কিছু লজিক দিয়ে বুঝতে চাই। এবং মনে করি জগতের সব কিছু লজিক্যাল ।
বিকাল ৫:৩০। নিউ মার্কেটে একটা বইয়ের দোকানে বই দেখছি। অপরিচিত নাম্বার থেকে একটা কল এলো।

- হ্যালো। - হ্যালো, রিয়ানের আব্বু ? ওপাশ থেকে এক পৌঢ় মহিলার কণ্ঠ ভেসে এল। সম্ভবত রিয়ানের নানু হবে (আমার সিক্স সেন্স বলতেছে) - না আন্টি, আমি এখনো অবিবাহিত। - এটা রিয়ানের আব্বুর নাম্বার না ? - জ্বিনা আন্টি। বিয়ে না করে বাচ্চা নেয়ার মত অত খারাপ ছেলে আমি না।

পেছন থেকে একটা অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, আম্মা মনে হয় রং নাম্বার। সম্ভবত রিয়ানের আম্মু। - আন্টি রিয়ানের আম্মুকে একটু দেবেন। বললাম আমি। - কি ? ধমকে উঠলেন মহিলা এবং সাথে সাথে ফোন ডিসকানেক্ট।

রাত ১:২৫ রিয়ানের আম্মুর জন্য মনটা কেমন যেন করতেছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.