শব্দ ভান্ডার কম,
তাই কবিতা হ্য় না কখনোও।
ভাবনা গুলোর বিস্তৃতি কম,
তাই গদ্যের দল, করে যায় ছল
আজ অবদি, এখনও।
হৃদয়ের অতৃপ্ত আশা
ছুয়েঁ যায় ডায়রীর পাতা।
বেড়ে ওঠা হয়না সেখানে।
শেষে তার ঠাঁই হয় চোখের পাতায়।
ডায়রীটা এখনও ফাঁকা।
একেবারে ফাঁকা নয়,
লেখা আছে কিছুটা সময়।
যখন জীবনটা ছিল খুব প্রতিকূল
লেখা নেই সবটুকু ভূল।
শুধু খুঁজে পাই প্রতিটি পাতায়,
কিছু এলোমেলো শব্দের খেলা।
তারপর কিছু অব্যাক্ত ভাবনা,
ভিক্ষারী শব্দ ভান্ডারের কষ্ট
আর কিছু উত্তর না জানা প্রশ্ন।
তারপর অসহায় এই আমাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।