আমাদের কথা খুঁজে নিন

   

ডায়রীর পাতায় বৃষ্টি ভেজা ঢাকা

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

সন্ধ্যে থেকেই টিপটিপ বৃষ্টি ঝড়ছে। আমার বের হতে হবে, কোন উপায় না পেয়ে ছাতা ফুটিয়েই নেমে পড়লাম বৃষ্টি ভেজা শহরে। বাসের জন্য অপেক্ষা করলাম আধ ঘন্টারও বেশী।

এদিকে বৃষ্টির বেগও ধীর গতিতে বাড়ছে। মুষল ধারে বৃষ্টিটা শুরু হলো বাসে উঠার পর। প্রচন্ড বিদুৎ চমক বাসের ভিতরকার চেহারাটাকে কেমন যেন করে দিয়েছে। জানালার গ্লাসে পানির ফোটা গুলো দৃষ্টিকে ঘোলাটে করে ফেলেছে। বৃষ্টির কারনেই হয়তো সোডিয়াম বাতি গুলো অদ্ভুত দেখাচ্ছিল।

রাস্তায় এক হাটু পানি। আর মনে ভিতর আশংকা, সিএনজি বাসের স্টার্ট না কি বন্ধ হয়ে যায় ? এই প্রচন্ড ঝড় বাদলের মধ্যে ট্রাফিক জ্যাম কি ভাবে হলো বুঝলাম না ! এদিকে আবার ভাঙ্গা জানালা দিয়ে বাসের ভিতর পানি ঢুকেছে, বাদামের খোসা সমৃদ্ধ সেই নোংড়া পানি খেলা করছে আমার পায়ের নীচে ব্রেক আর ঝাকুনির খেয়ে কিছূ পানি ঢুকে পড়লো আমার জুতার ভিতর মেজাজ ফোরটি নাইন থেকে সিক্সটি নাইনে উঠে গেলো শালার বৃষ্টি ! তুই কেন বাসায় থাকলে আসোছ না ! স্মৃতি : ০৭ জুন ২০০৭ইং, বৃহঃষ্পতিবার। [ প্রতি লাইন শেষে এন্টার মাইরা দেখলাম কেমন লাগে। লেখার মইধ্যে আলগা ভাব বাড়ছে বইলা মনে হয় ! ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.