আমাদের কথা খুঁজে নিন

   

বাগানের স্মৃতি

শব্দশিখা জ্বলে...

আবদুর রব অন্যদের দেখাদেখি তুমিও বাগান করেছিলে, হৃদয় সমান। সময়ের খড়কুটো দিয়ে ঢেকে দিয়েছিলে বারো হাত কাঁকুড়ের তের হাত বিচি। কাঁকুড়ও ফলেছে ঠিকই কিন্তু তা তোমার নয়- পচনের আগে ওরাও পেয়েছে ভয়; বাগানের ঝুড়ি দেখে তাই চলে গেছে নিজস্ব বাজারে; তোমাকেও ঠকায়নি, রেখে গেছে বাগানের স্মৃতি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।